South 24 Parganas News: নৌকার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ! সুন্দরবনে ফের মৃত্যু মৎস্যজীবীর

Last Updated:

বাঘের আক্রমণে সুন্দরবনে মৃত্যু হল এক মৎস্যজীবীর। এবার নৌকার উপর‌ ঝাঁপিয়ে পড়ে দক্ষিণরায়

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: বাঘের হামলায় সুন্দরবনে আবার মৎস্যজীবীর মৃত্যু। পেটের দায়ে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বাসুদেব বৈদ্য। সেই সময়ই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে রয়েল বেঙ্গল টাইগার। সোমবার বিকেলের ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা বাসুদেব বৈদ্যর। মঙ্গলবার জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি কাঁকড়া ধরার জন্য ডিঙি নৌকা নিয়ে বেরিয়েছিলেন বাসুদেববাবু। তাঁর সঙ্গে ছিলেন আরও ২ জন মৎস্যজীবী। সোমবার বিকেলে মেচুয়ার জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিল তাঁদের নৌকা। নৌকার পাটাতনের উপর বসেছিলেন বাসুদেব বৈদ্য। আচমকা ডাঙা থেকে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ! সঙ্গে সঙ্গে বাকি দুই মৎস্যজীবী লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে বাসুদেবের দেহ ছেড়ে জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায়।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মেচুয়ার যে জঙ্গলে বাঘ আক্রমণ করেছে তা সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে। সেখানে কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ফলে ওই মৎস্যজীবীরা কীভাবে সেখানে গেলেন, এই নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় তাঁদের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্য নেই বলে জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের অতিরিক্ত ডিরেক্টর সৌমেন মণ্ডল।
advertisement
বারবার বাঘের আক্রমণে মৃত্যু হওয়া সত্ত্বেও সুন্দরবনের মৎস্যজীবীরা গভীর জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে যাচ্ছেন কেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই জবাব দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম নস্করের গলায় ফুটে উঠল অসহায়তার তার কথা। বললেন, ‘‘আয়লা, আমফান, ইয়াসের মত ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনে চাষবাস বলতে আর কিছুই নেই। তাই এখানকার মানুষের জীবন-জীবিকা পুরোপুরি জঙ্গলের মাছ, কাঁকড়ার উপরই নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বিপদ জেনেও আমরা জঙ্গলে যেতে বাধ্য হচ্ছি। না হলে খাব কী, ছেলেমেয়েদের খাওয়াব কী?’’
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নৌকার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ! সুন্দরবনে ফের মৃত্যু মৎস্যজীবীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement