Alipurduar News: ফের গতির বলি তরুণ বাইকচালক! বীভৎস দৃশ্য দেখে কেঁপে উঠল এলাকার মানুষ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
দ্রুত গতিতে বাইক নিয়ে ছুটে আসার নেশা ভয়ঙ্কর সর্বনাশ করে দিচ্ছে তরুণ প্রজন্মের। আলিপুরদুয়ারে গতির বলি হল এক তরুণ বাইকচালক
আলিপুরদুয়ার: ফের দ্রুতগতির বলি হল এক তরুণ বাইকচালক। আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার ঘটনা। এশিয়ান হাইওয়েতে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। একসময় অত্যধিক গতি সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পারে। আর তাতেই মারা যান বাইকচালক অবিনাশ না।
সোমবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বীরপাড়া চৌপথির কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর এই দুর্ঘটনা ঘটে। মৃত অবিনাশ শা'র বয়স ২৪ বছর। বাড়ি বীরপাড়া চৌপথি এলাকাতেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় মোটর মেকানিক ছিলেন অবিনাশ শা। সোমবার রাতে বাইক চালিয়ে ভগতপাড়ায় নিজের গ্যারেজে যাচ্ছিল সে। ওই সময় এশিয়ান হাইওয়ের উপর একটি ডাম্পার তার মুখ পরিবর্তন করছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অবিনাশ শা তাঁর বাইক থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অত্যাধিক গতি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেননি। তাই সজোরে ছুটে এসে ওই ডাম্পারে ধাক্কা মারেন।
advertisement
advertisement
দুর্ঘটনার সময় রাস্তার উপর বেশ কিছু পথচারীরা ছিলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান তাঁরা। মুহূর্তের মধ্যে ঘোর কাটিয়ে গুরুতর আহত অবস্থায় অবিনাশকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরাই। কিন্তু চিকিৎসক ওই তরুণ বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার বিষয়ে এক পথচারীরা জানান,"বাইক চালকরাই এশিয়ান হাইওয়েকে হালকাভাবে নেয়। অত্যধিক দ্রুতগতিতে গাড়ি চালায় তারা। দেখলেই ভয় হয়। অবিনাশও দ্রুতগতিতে বাইক চালিয়ে আসছিল। ডাম্পারটি চলতে দেখায় নিয়ন্ত্রণ হারায় সে। তারপরই ধাক্কা মারে। ওই বীভৎস দৃশ্য দেখে কেঁপে উঠেছে এলাকাবাসীরা।"
advertisement
তথ্য বলছে, গত ৫ বছরে হলং থেকে এথেলবাড়ি পর্যন্ত এশিয়ান হাইওয়ের ২০ কিমি অংশে দুর্ঘটনায় কমপক্ষে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাইকচালক ও বাইক আরোহী ৫১ জন। বীরপাড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক ও ডাম্পারটিকে আটক করেছে।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 5:11 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের গতির বলি তরুণ বাইকচালক! বীভৎস দৃশ্য দেখে কেঁপে উঠল এলাকার মানুষ