Sarswati Puja: সরস্বতীর জন্য রেডিমেড মণ্ডপ! দেদার বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রেডিমেড মণ্ডপে পুজো হবে বাগদেবীর! এবারের সরস্বতী পুজোয় জলপাইগুড়িতে হিট এই বাঁশের তৈরি রেডিমেট মণ্ডপ
জলপাইগুড়ি: এখন প্রায় সবকিছুই রেডিমেড হয়ে গিয়েছে। পোশাক থেকে শুরু করে সাজগোজের আনুষাঙ্গিক জিনিস, কিংবা রান্নার মশলা রেডিমেডই এখন বউ মানুষের কাছে সমাধান। এবার এই তালিকায় নতুন সংযোজন পুজোর মণ্ডপ!
সরস্বতী পুজোর আগে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়িতে। সেখানকার বাজারে ছেয়ে গিয়েছে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপে। বিভিন্ন পুজো কমিটি ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পুজো করার জন্য বাজার থেকে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপ কিনতে শুরু করেছে।
জলপাইগুড়ির কদমতলা মোড়ের বাঁশ শিল্পীরা সরস্বতী পুজোর আগে বাঁশের তৈরি বিভিন্ন আকারের রেডিমেড মণ্ডপ তৈরি করে বিক্রি করছেন। তাতে সুবিধেই হচ্ছে ছোট ছোট পুজো উদ্যোক্তাদের।
advertisement
advertisement
লালকেল্লা মণ্ডপ বা কাল্পনিক থিম মণ্ডপ, সব পাওয়া যাচ্ছে। এই রেডিমেড মণ্ডপের দামও তেমন নয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে দাম।
এক রেডিমেড মণ্ডপের কারিগর জানান, এই বছর মণ্ডপের চাহিদাটা অনেক বেশি। অনেকেই ডেকরেটর ডেকে খেটে মণ্ডপ তৈরি করতে চাইছে না। তাই রেডিমেড মণ্ডপের দিকে ঝুঁকছে মানুষ। মাটির সরস্বতী প্রতিমা কেনার চাহিদাও যথেষ্ট লক্ষ্য করা গিয়েছে জলপাইগুড়ি শহরে। সবমিলিয়ে এখনও দুটো দিন বাকি থাকলেও জমে উঠেছে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 4:20 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Sarswati Puja: সরস্বতীর জন্য রেডিমেড মণ্ডপ! দেদার বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে