Sarswati Puja: সরস্বতীর জন্য রেডিমেড মণ্ডপ! দেদার বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে

Last Updated:

রেডিমেড মণ্ডপে পুজো হবে বাগদেবীর! এবারের সরস্বতী পুজোয় জলপাইগুড়িতে হিট এই বাঁশের তৈরি রেডিমেট মণ্ডপ

+
title=

জলপাইগুড়ি: এখন প্রায় সবকিছুই রেডিমেড হয়ে গিয়েছে। পোশাক থেকে শুরু করে সাজগোজের আনুষাঙ্গিক জিনিস, কিংবা রান্নার মশলা রেডিমেড‌ই এখন বউ মানুষের কাছে সমাধান। এবার এই তালিকায় নতুন সংযোজন পুজোর মণ্ডপ!
সরস্বতী পুজোর আগে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়িতে। সেখানকার বাজারে ছেয়ে গিয়েছে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপে। বিভিন্ন পুজো কমিটি ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পুজো করার জন্য বাজার থেকে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপ কিনতে শুরু করেছে।
জলপাইগুড়ির কদমতলা মোড়ের বাঁশ শিল্পীরা সরস্বতী পুজোর আগে বাঁশের তৈরি বিভিন্ন আকারের রেডিমেড মণ্ডপ তৈরি করে বিক্রি করছেন। তাতে সুবিধেই হচ্ছে ছোট ছোট পুজো উদ্যোক্তাদের।
advertisement
advertisement
লালকেল্লা মণ্ডপ বা কাল্পনিক থিম মণ্ডপ, সব পাওয়া যাচ্ছে। এই রেডিমেড মণ্ডপের দামও তেমন নয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে দাম।
এক রেডিমেড মণ্ডপের কারিগর জানান, এই বছর মণ্ডপের চাহিদাটা অনেক বেশি। অনেকেই ডেকরেটর ডেকে খেটে মণ্ডপ তৈরি করতে চাইছে না। তাই রেডিমেড মণ্ডপের‌ দিকে ঝুঁকছে মানুষ। মাটির সরস্বতী প্রতিমা কেনার চাহিদাও যথেষ্ট লক্ষ্য করা গিয়েছে জলপাইগুড়ি শহরে। সবমিলিয়ে এখনও দুটো দিন বাকি থাকলেও জমে উঠেছে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Sarswati Puja: সরস্বতীর জন্য রেডিমেড মণ্ডপ! দেদার বিক্রি হচ্ছে জলপাইগুড়িতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement