TRENDING:

Durga Puja Hair Style: পুজোয় হেয়ার স্টাইল দিয়ে নজর কাড়তে হবে তো? বাজার কাঁপাচ্ছে ব্ল্যাক চেরি কালার

Last Updated:

কেশসজ্জা পাল্টে দিতে সম্পূর্ণ লুক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: কেমন কাটবেন নিজের চুল? কেশসজ্জা কি রকম রাখলে পাল্টে যেতে পারে লুক?  চুলের রকমারি ছাঁটে পুজোর নতুন লুক পেতে এ বার ঝাঁপিয়ে কিশোর-তরুণ-যুবকেরা। স্পাইক, সিঙ্গেল সাইড ফ্ল্যাটের পাশাপাশি ছেলেদের চুলেও এ বার এসেছে ‘স্টেপকাট’। অভিজাত সাঁলোর সঙ্গে পাল্লা দিচ্ছে অলি-গলির সেলুনও। সকাল থেকে রাত একটা-দেড়টা কাঁচি-খুর হাতে ব্যস্ত দোকান মালিক থেকে কর্মচারী সকলেই।
advertisement

মুর্শিদাবাদ জেলার গোকর্ণে অবস্থিত এক বেসরকারি পার্লার। দিন রাত এখন ভিড় জমে তরুণ ও যুবকদের। এমনকি পিছিয়ে নেই তরুণীরাও। কেশসজ্জায় বদল আনতে পার্লারে ভিড় করছেন মাঝবয়সীরাও। বিভিন্ন ম্যাগাজিনের ছবি বা অভিনেতাদের দেখেই পুজোয় রকমারি চুলের ছাঁট চাইছে সবাই। বর্তমানে ক্ল্যাসিক ট্যাপার হেয়ার কাট থেকে ক্রু কাট, ফ্রন্ট ব্যাংস, মুলেট, বাজ কাটিং সহ বিভিন্ন সহ চুলের ষ্টাইল করা হচ্ছে। এছাড়াও ক্লাসিক কাটিং চাহিদাও তুঙ্গে। ক্লাসিক কাটে সাধারণত মুখের গড়ন আর মাথার আকৃতি বুঝে নেওয়া হয়। এই স্টাইলের বিশেষত্ব হল মাথার একপাশে সিঁথি করে চুল আঁচড়ানো থাকে।

advertisement

কী কী রঙে চুল রাঙাচ্ছে নতুন প্রজন্ম? জানা যাচ্ছে বেশি চলছে ব্ল্যাক চেরি। এ ছাড়া রেড ব্রাউন, সবুজ, নীল প্রভৃতি রংও রয়েছে। তবে যে কোনও চুলের ষ্টাইলের ছবি দেখালেই সেই রকম লুক করে তোলা হচ্ছে। ব্যবসায়ী মহম্মদ হাসান সেখ জানান, বিভিন্ন চুলের কাটিং থেকে বিভিন্ন অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণ করে তুলছে এই পার্লার। তবে পুজোর মধ্যে শেষ মুহূর্তে ভিড় আছে ক্রেতাদের চোখে পড়ার মতো। বর্তমান দিনে নিজের শরীরের সঙ্গে চুলের যত্ন নেওয়া আব্যশিক। পুজোয় নতুন লুক পেতে লোকজন একটু বেশি টাকা খরচেও পিছপা হচ্ছে না ক্রেতারা ও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja Hair Style: পুজোয় হেয়ার স্টাইল দিয়ে নজর কাড়তে হবে তো? বাজার কাঁপাচ্ছে ব্ল্যাক চেরি কালার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল