TRENDING:

Murshidabad News: প্রায় লক্ষাধিক টাকার আতশবাজী প্রদর্শনীতে মজল কান্দি

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজী প্রদর্শনী করা হল।কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজী প্রদর্শনী করা হল।কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয় ।যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ ।প্রায় লক্ষাধিক টাকা মুল্যর গ্রীন কার্ড আতশবাজী প্রদর্শনী করা হল।
advertisement

জানা গিয়েছে, রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত‍্যক্ষ‍ করতে সেখানে এসেছিলেন সাধারণ মানুষজন। প্রতি বছর কালী পুজো উপলক্ষে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও তার কোনো ব‍্যাতিক্রম হয়নি। প্রায় কয়েক বছর ধরে চলে আসছে এই উৎসব। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে দুই বছর এই আতশবাজি প্রদর্শনী হয়নি। তবে এবছর করোনা বিধি না থাকায় মানুষের মধ‍্যে বাঁধ ভাঙা উচ্চাস ছিল চোখে পড়ার মতো।

advertisement

আরও পড়ুনঃ ভরতপুরের জজানে দোকান মালিকদের ওপর চড়াও ঘর মালিক! আহত ৫

স্হানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এই আতসবাজির প্রদর্শনীতে কোনো শব্দ বাজি ব‍্যবহার করা হয়না। ফলে আট থেকে আশি সকলেই এই আতসবাজির প্রদর্শনী দেখতে আসেন।

advertisement

View More

আরও পড়ুনঃ হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী

কালীপুজো উপলক্ষে কান্দি শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে চলে উৎসব। আলোর উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি সব বয়সের মানুষ। থাকে নরণারায়ণ সেবা। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর ভাতৃ দ্বিতীয়া হোক বা কালীপুজো বাঙালি যে উৎসব মুখর তা বলার অবকাশ রাখে না। তবে আতশবাজী প্রদর্শনী দেখে বেশ খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন । তবে বায়ুদুষন রুখতে গ্রীন কার্ড আতশবাজী প্রদর্শনী করা হয়েছিল বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রায় লক্ষাধিক টাকার আতশবাজী প্রদর্শনীতে মজল কান্দি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল