'সোনাঝুরির হাট’ শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ। দেশ-বিদেশের বহু পর্যটকরা পা রাখেন এই ঐতিহ্যবাহী হাটে। এরকমই আঞ্চলিক শিল্পকর্মের সম্ভার নিয়ে নবাবের জেলা মুর্শিদাবাদ জেলার সদর শহরে আয়োজন করা হয়েছে সোনাঝুরির হাটের। করোনার প্রকোপ কমায় এই বছর জমজমাট বিকিকিনির অপেক্ষায় হাটের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে আলাদা জায়গা দখল করে বহরমপুরের হাট। কোভিডের ধাক্কা কাটিয়ে এই বছর ব্যবসা বেশ ভালোই হচ্ছে বলে খবর। বিক্রি যথেষ্ট ভাল হচ্ছে বলে জানান বিক্রেতারা।
advertisement
এখানে ডাইনিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন টেবিলের সম্ভার দেখা যাবে। এই হাটে এলাকার গৃহবধূ থেকে শুরু করে অভিজ্ঞ ব্যবসায়ীরা নিজেদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসছেন।
আরও পড়ুন: আবাসের তালিকায় নাম থাকলেই ২০ হাজার কাটমানি! পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ
তবে শুধু কাঠের কাজ নয়, হাতের অন্যান্য নানা কাজ, জামাকাপড় নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই বছরের সোনাঝুরি হাটে ৭০ টি ষ্টল আছে। পর্যটকদের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার হস্তশিল্পকে সেখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কী নেই সেই হাটে? শাড়ি, কুর্তি, শীতবস্ত্র, চাদর, ঘর সাজানোর জিনিস, ঠাকুরঘর সাজানোর সম্ভার, প্রসাধনী দ্রব্য, বাসনপত্র, মেয়েদের নানা ধরনের গয়না, ব্যাগ, পাথরের নানান ধরনের থালা-বাটি ইত্যাদি। বর্ধমানের জুয়েলারি, মালদহর বাঁশের শিল্প থেকে বহরমপুরের শোলা শিল্পের কাজ পাওয়া যাচ্ছে এই মেলাতে। যা কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিক্রিবাটা জমে উঠেছে। মূলত পর্যটক টানতেই এই হাট চালু করা হয়েছে।
কৌশিক অধিকারী