Murshidabad News: আবাসের তালিকায় নাম থাকলেই ২০ হাজার কাটমানি! পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ

Last Updated:

আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ বাংলার প্রতিটি জেলা থেকেই আসছে। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ‌ও চলছে। তবে এবার তালিকায় নাম থাকলে ২০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী আবাস যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনা
#মুর্শিদাবাদ: আবাস যোজনায় কারা বাড়ি পাবে তা নিয়ে বিতর্কের শেষ নেই। সেইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে বাড়ি প্রাপকদের তালিকা নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। যা নিয়ে প্রবল উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ইস্যুতেই ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলা। বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। এবার আবাস যোজনার তালিকা তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার হেরামপুর পঞ্চায়েতের সদস্য খান জাকির হোসেনের বিরুদ্ধে। এই অভিযোগে প্রবল বিক্ষোভ দেখায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীদের অভিযোগ, ঘরের তালিকা আসার পর ২০ হাজার টাকা করে উপভোক্তাদের থেকে চেয়েছেন পঞ্চায়েত সদস্য খান জাকির হোসেন। তিনি নাকি বলেছেন, টাকা না দিলে অ্যাকাউন্টটে টাকা ঢুকবে না। এই নিয়ে বুধবার সকালে রানিনগর-১ ব্লকের বিডিও অফিস ঘেরাও করেন আবাস যোজনার তালিকায় নাম থাকা গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান ও বিডিওর সঙ্গে বিক্ষোভকারীরা দেখা করতে চান। যদিও পুলিশ সেই দাবি মানেনি। এমনকি গ্রামবাসীদের বিডিও অফিসে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, ভাঙা মাটির বাড়িতে বসবাস করলেও অনেকের নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়। অথচ পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, তাঁদের আত্মীয়-স্বজনের নামে ভর্তি তালিকা। গ্রামবাসীরা নতুন করে আবাস যোজনার সার্ভে করার দাবি তুলেছেন। এর পাশাপাশি তালিকায় নাম থাকাদের কাছ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি চাওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামের বয়স্করাও।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আবাসের তালিকায় নাম থাকলেই ২০ হাজার কাটমানি! পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement