আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে
হীরাঝিল বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ তথা ‘নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট’ এর সভাপতি সমার্পিতা দত্ত জানান, “মূলত হীরাঝিল প্রাসাদের শহীদ মিনার তৈরির জন্য সেখানকার মাটি পরীক্ষা করা হচ্ছে। এবং এটি ‘নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি সুরক্ষার ট্রাস্ট’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনায় বসবাসকারী নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের সহযোগিতায়, নবাব সিরাজউদ্দৌলার এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে এখানে শহীদ মিনার তৈরি করার কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন Hooghly News: স্ত্রীর জন্য পড়েছিলেন বিপাকে, শেষ পর্যন্ত জয় হল পছন্দের আর্জেন্টিনারই
নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদিকে বাঁচানোর দাবিতে এই শহীদ মিনার তৈরি করা হচ্ছে বলে জানান হীরাঝিল বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ সমার্পিতা দত্ত।ইতিমধ্যেই পর্যটকরা আসছেন এই হীরাঝিলে। ফলে নতুন করে জেগে উঠছে হীরাঝিল, সাধারণ মানুষ ও জানতে পারছেন এই হীরাঝিলের কথা।
কৌশিক অধিকারী