এ বছর মুর্শিদাবাদ থানার চুনাখালি নিমতলার থিম রাজস্থানের শিসমহল। ১৬২৩ সালে রাজা জয় সিংহ এই মহল তৈরি করেছিলেন। অম্বর দুর্গের ভিতরে থাকা এই মহল তৈরি হয়েছিল বেলজিয়াম গ্লাসের টুকরো আর ছোটো ছোটো রঙিন পাথর দিয়ে। এই পাথর আর কাঁচের ওপর আলোর ছটার চোখ ধাঁধানো সৌন্দর্য নজর কাড়তো রাজার সাথে দেখা করতে আসা অতিথিদের। এ হেন শিসমহলকে চোখের সামনে হাজির করেছে চুনাখালি নিমতলা দুর্গাপুজো কমিটি।
advertisement
আরও পড়ুনঃ ৩২০ বছরের ঐতিহ্য, কান্দি জেমো নতুন বাড়ির দুর্গাপুজোর ইতিহাস জানুন
কয়েক বছর ধরেই মুর্শিদাবাদ চমক দিচ্ছে চুনাখালি নিমতলা দুর্গাপুজো কমিটি। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, গত দেড় মাস ধরে মণ্ডপ শিল্পীদের অসামান্য দক্ষতায় একটু একটু করে গড়ে উঠছে শিসমহল। শুধু মণ্ডপই নয়, প্রতিমা তৈরি হচ্ছে রাজস্থানী আদলে। দৃষ্টিকাড়া এই মণ্ডপসজ্জা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শহরবাসী।
পুজোর কর্মকর্তারা জানালেন, ইচ্ছে থাকলেও সকলের পক্ষে রাজস্থান গিয়ে আসল শিসমহল দেখা সম্ভব নয়। তাই এই শিসমহল তৈরির চিন্তা। দর্শকদের কাছে তাঁদের অনুরোধ, তাঁরা আসুন। দেখুন ও বেছে নিন সেরা পুজোমণ্ডপ। অবশ্য এরজন্য তাঁদের অপেক্ষা করতেই হবে উদ্বোধনের দিন পর্যন্ত। তবে নজর কাড়বে এই পুজোমণ্ডপ তাই আশাবাদী পুজো কমিটির সদস্যরা।
কৌশিক অধিকারী





