স্থানীয় সূত্রে খবর, কনেযাত্রী বোঝাই বাসটি নওদার গোঘাটা থেকে বহরমপুরের চুনাখালি নিমতলার বাড়িতে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে হরিহরপাড়ার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকায় উল্টে যায়। জানা গিয়েছে, বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো ফুটের তিনটি দোকানকে পরপর ধাক্কা মারে। তারপরই রাজ্য সড়কের উপর উল্টে যায়। যে তিনটি দোকানে বাসটি ধাক্কা দেয় সেগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হন বাসে থাকা ৭ যাত্রী। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের দ্রুত বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
আরও পড়ুন: দিনে দুপুরে মাটি চুরি! প্রতিবাদে এ কী করল গ্রামবাসীরা
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার পরই বিয়েবাড়ির বাসের চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মুর্শিদাবাদে আরেক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছিল। ঘন কুয়াশার কারণে ডোমকল থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাস ও উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দৌলতাবাদের নয় মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আহত হয় বাসবোঝাই যাত্রী সহ দুই গাড়ির চালক। তারপর বৃহস্পতিবার রাতে ফের বাস দুর্ঘটনা ঘটায় চিন্তিত জেলা প্রশাসন। বাস চালকদের দক্ষতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলায়।
কৌশিক অধিকারী