TRENDING:

Murshidabad News: বহরমপুর কলেজের সেমিনারে মিলে গেল দুই বাংলা

Last Updated:

মুর্শিদাবাদের অন্যতম সেরা কলেজ বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার। সেখানে আলোচনার বিষয়- বিশ শতকের বাংলা সাহিত্য ও সংস্কৃতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মিলে গেল এপার বাংলা-ওপার বাংলা। পদ্মা মাঝখান দিয়ে বয়ে গেলেও দুই বাংলার আত্মিক টান আজও যে অটুট তার প্রমাণ পাওয়া গেল বহরমপুর গার্লস কলেজের সেমিনারে।
advertisement

মুর্শিদাবাদের অন্যতম সেরা কলেজ বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার। সেখানে আলোচনার বিষয়- বিশ শতকের বাংলা সাহিত্য ও সংস্কৃতি। এই আলোচনায় অংশ নেন দুই বাংলার গবেষক থেকে শুরু করে প্রখ্যাত সাহিত্যিকরা। এই উপলক্ষে বহরমপুর গার্লস কলেজে এসেছেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক তথা বাংলা অ্যাকাডেমির সভাপতি সেলিনা হোসেন, বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি তথা প্রখ্যাত লেখক সৈয়দ মাজহারুল পারভেজ সহ সেদেশের অন্যান্য বিশিষ্ট সাহিত্যিকরা। দু'দিন ধরে চলে এই সেমিনার।

advertisement

আরও পড়ুন: জলের সঙ্কট মেটাতে জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস খড়গ্রামে

বাংলাদেশ থেকে আগত সাহিত্যিকরা এই আলোচনা চক্রের যথেষ্ট প্রশংসা করেন। তাঁরা বলেন, স্বাধীনতা ও দেশভাগ সমার্থক নয়। আমরা এক, আমাদের ভাষা এক। আজ ভারতীয় উপমহাদেশ এসে মিশেছে বহরমপুর গার্লস কলেজের সভাগৃহে। বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি ও প্রখ্যাত লেখক সৈয়দ মাজহারুল পারভেজ তাঁর বক্তব্যে তুলে আনেন বর্তমান বাংলা ভাষার ও সাহিত্য চর্চার ক্ষেত্রে কী কী প্রতিকুলতার সম্মুখীন হতে হচ্ছে সেই সব প্রসঙ্গ। তিনি বলেন, আমি বাঙালি, বাংলাদেশি, আমি লিখি। তবে আমার বাংলাদেশের পান্ডুলিপি কলকাতায় এসে কলকাতার ভাষা হয়ে যায়। এই লেখ্য বাংলার বিভাজন নিয়ে তিনি একাধিক মতামত প্রকাশ করেন।

advertisement

View More

বহরমপুর গার্লস কলেজের স্নাতক ও স্নাতকোত্তর বাংলা বিভাগ ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রীদের আয়োজনে এই আলোচনা চক্র আয়োজিত হয়েছে। প্রথমদিন আলোচনা সভার পর কলেজের ছাত্রীদের ও বিভিন্ন জায়গা থেকে আগত গবেষকদের গবেষণাপত্র ও নিবন্ধ পাঠ করা হয়। সেমিনারে অংশ নিয়েও খুশি কলেজের ছাত্রীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
দেব দিপাবলীতে বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল! দেখুন প্রার্থনা, আরতি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বহরমপুর কলেজের সেমিনারে মিলে গেল দুই বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল