দিব্যি সুন্দর নিজেদের মতো করে ঘর তৈরি করা হয়েছে, যা ভালোবাসা পাচ্ছেন পাখিরা। সবুজের সমারহে গাছের ডালে বা স্কুলের বারান্দায় চোখ দিলেই দেখা যাবে হলুদ বা রঙিন ছোট্ট ছোট্ট ঘর। শিক্ষকদের সহযোগিতায় পড়ুয়ারা তাদের পড়াশুনোর ফাকেই একবার করে চোখ দিয়ে দেখেন যত্ন করে পাখির বাসা কে নজর রাখা হয়। স্কুলের টিফিন হোক বা, ক্লাসের মাঝে পাখিদের যত্ন দিয়ে দেখা হয়।
advertisement
আরও পড়ুনঃ মালদা থেকে পায়ে হেঁটে যাত্রা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর
স্কুলের শিক্ষকদের তৎপরতায় ছোট ছোট রঙিন ঘর গাছের ডালে বারান্দায় ১৭টি বাসা তৈরি করেছে। তবে বর্তমানে তিনটে চারটে নতুন আশ্রয়ে পায়রা ও শালিকরা আসছেন। যা দেখে আনন্দে আত্মহারা স্কুলের পড়ুয়ারা। স্কুলের গাছের বাসাতেই এখন পাখিরা আসছেন, তৈরি করেছেন শান্তিপূর্ণ ভাবে সংসার।
আরও পড়ুনঃ মেয়েদের আত্মরক্ষা আর পশুপ্রেম সচেতনতার বার্তা দিতে সাইকেলে বহরমপুর থেকে কলকাতা
এই সংসারে কে যত্ন করে নিরাপত্তা দিচ্ছেন স্কুলের ছাত্ররা। তবে বর্তমানে স্কুলের করিডর আর নষ্ট নয়, পায়রা গুলো এখন শান্তিপূর্ণ ভাবেই সংসার যাপনের করছেন ছোট্ট তাদের নিজেদের ঘরে। ছাত্ররা তারা নিজেদের অবসরে পাখিরা কেমন আছে তা দেখছেন। নজর রাখছেন পাখির বাসা গুলোকে।
KOUSHIK ADHIKARY