প্রত্যেক বছর থিমের চমক দিয়ে থাকে এই পুজো কমিটি। সরস্বতী পুজোর এবছর থিম প্রকৃতি কন্যা মানুষ কে উপহার দেবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ৬ আসনের সবকটিতে জয়, পঞ্চায়েতের আগে বামেদের জয়জয়কার!
খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার ১৫নং ওয়ার্ডের পৌর সদস্য সহেলী দাস মিশ্র, ৬নং ওয়ার্ডের পৌর সদস্য তপন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।ঢাক ঢোল বাজিয়ে এই খুটি পুজো করা হল রবিবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক অপূর্ব সরকার জানাচ্ছেন, আমার জ্ঞানত এই প্রথম সরস্বতী পুজোর খুঁটি পুজো দেখলাম এই এলাকার কিছু ভাই বোনেরা গ্রিন ইউনিয়নের মধ্য দিয়ে তারা সরস্বতী পূজায় মেতে ওঠে কিছু নতুন ভাবনা চিন্তা থাকে তাদের এ বছরও তাদের থিম প্রকৃতি কন্যা। আজকে এই খুঁটি পূজার অনুষ্ঠানের থাকতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। গ্রিন ইউনিয়নের সদস্যদের বক্তব্য, কান্দির বুকে প্রতিবছরই গ্রিন ইউনিয়নের পুজো বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয় বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। আর একমাস আগে থাকতেই আমাদের খুঁটি পুজো প্রতি বছরই হয়।
advertisement
আরও পড়ুন: প্রাথমিক টেট মিটতেই নিয়োগের বিজ্ঞপ্তি, মঙ্গলবার থেকেই শুরু ইন্টারভিউ! জানুন বিস্তারিত...
এ বছরও তার অন্যথা হয়নি আজ খুঁটি পূজার মধ্য দিয়ে শুভদিনে শুভ সূচনা হয়ে গেল। পুজোতে নতুন ভাবনা বরাবরই থাকে এবছর আমাদের থিম প্রকৃতি কন্যা। স্বভাবতই উৎসবের রেশ কিন্তু কাটছে না। যদিও করোনা পরিস্থিতি কী কথা বলবে তা পরের কথা আপাতত সেসব নিয়ে ভাবনা চিন্তা ফেলে বরং আরাধ্যা দেবীর তুষ্টির চিন্তা ভাবনায় মেতেছে সবাই। আপামর মানুষ চাইছেন করোনা মুক্তি হোক। উৎসব কাটুক মুখর ভাবেই। সুতরাং প্রস্তুতির ঢাকে কাঠি। পরবর্তীতে পরিস্থিতির কথা সময়ের গর্ভেই না হয় থাকুক।