অন্যদিকে, সাগরদীঘির সামসাবাদ এলাকায় কংগ্রেস ও বিজেপি প্রার্থীর কুশল বিনিময় লক্ষ্য করা গেল। কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস ও বিজেপির প্রার্থী দিলীপ সাহা যখন বুথের মধ্যে প্রবেশ করেছিলেন তখন দুইজনের স্বাক্ষাৎ হয় এবং তখন দুইজনে কুশল বিনিময় করেন।
আরও পড়ুন: মাধ্যমিক মিটলেই বড় ব্যবস্থা, এসএসসি দুর্নীতিতে জানিয়ে দিল আদালত! পদক্ষেপ শুরু
advertisement
সোমবার সকাল থেকেই শুরু হয় নির্বাচন পর্ব। ত্রিমুখী লড়াইয়ে চলছে ভোট গ্রহণ পর্ব। সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচনে ১১টি অঞ্চলে ২৪৬টি বুথ রাখা হয়েছে। মোট পুলিশ ও সিভিল সেক্টর হচ্ছে ২২টি। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৪৫হাজার ৮২৫জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লক্ষ ২৪হাজার ৫৩৩জন। মহিলা ভোটার সংখ্যা ১লক্ষ ২১হাজার ২৮৭জন জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫জন।
আরও পড়ুন: ভারতেই রয়েছে এমন এক নদী, যার জল ছুঁতেও ভয় পায় মানুষ! কোথায় সেই নদী, কী সেই ঘটনা?
পাশাপাশি ১৮-১৯ বছরের ভোটার সংখ্যা ৬হাজার ২৫১জন, ৮০বছরের ওপরে ভোটার সংখ্যা ২ হাজার ২৬৮জন। সব থেকে নজরকাড়া ১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা হল ৮জন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মোতায়েন আছে ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী । সুষ্ঠ ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা একমাত্র লক্ষ্য নির্বাচন কমিশনের।
-----কৌশিক অধিকারী