Indian River: ভারতেই রয়েছে এমন এক নদী, যার জল ছুঁতেও ভয় পায় মানুষ! কোথায় সেই নদী, কী সেই ঘটনা?
- Published by:Suman Biswas
Last Updated:
Indian River: ভারতে এমন একটি নদীও রয়েছে, যার জল পান করা তো দূরের কথা, মানুষ জল স্পর্শ করতেও ভয় পায়। এই নদীটির নাম হল কর্মনাশা নদী।
advertisement
advertisement
advertisement
পৌরাণিক কাহিনী অনুসারে, রাজা হরিশচন্দ্র পিতা সত্যব্রত ছিলেন অত্যন্ত পরাক্রমশালী এবং পুরুষালী। তিনি বশিষ্ট মুনির শিষ্য ছিলেন। তিনি একবার তাঁর গুরুর কাছে একটি জিনিস চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তাঁর গুরু বশিষ্টের সামনে তাঁর দেহ নিয়ে স্বর্গে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁর গুরু এই ইচ্ছা প্রত্যাখ্যান করেছিল। এরপর রাজা সত্যব্রত তাঁর গুরুর প্রতি ক্ষুব্ধ হয়ে, তাঁর গুরুর শত্রু বিশ্বামিত্রের কাছে গিয়েছিলেন। যেহেতু বিশ্বামিত্র এবং বশিষ্ঠ মধ্যে আগে থেকেই সম্পর্ক ভাল ছিল না।
advertisement
advertisement