বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি রয়েছেন।সাগরদিঘি তৃণমূলের গড় হিসেবে পরিচিত। ২০১১সালে তৃণমূল ক্ষমতা আসার সময় মুর্শিদাবাদ জেলাতে একটি মাত্র আসন দখল করে ঘাসফুল শিবির। সেটা হল সাগরদিঘি। টানা তিনবার জয়ী হয় প্রয়াত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ছিলেন সুব্রত সাহা। আর সেই আসন তৃণমূল তাদের গড় হিসেবে ধরে রাখতে মরিয়া।
advertisement
মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ২৭ শে ফেব্রুয়ারি হবে উপনির্বাচন। প্রার্থী হিসেবে উঠে আসছিল একাধিক নাম। কখনও শোনা যাচ্ছিল প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম, কখনও প্রয়াত মন্ত্রীর পুত্র সপ্তর্ষির নাম। তবে সব জল্পনা দূরে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতিকেই প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস।
রঘুনাথগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি খলিলুর রহমান তাঁকে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানিয়েছেন। যদিও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিরোধী শিবির।
গত ২৯শে ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী , সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। পরপর তিনবার তিনি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ শে ফেব্রুয়ারি হবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
আরও পড়ুন, কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
আরও পড়ুন, যা রটেছিল, তা ঘটল না! প্রণবপুত্র নন, সাগরদিঘিতে দেবাশিসই তৃণমূলের ভরসা
মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ৭ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি হবে নির্বাচনের গেজেট নোটিফিকেশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। ২ মার্চ হবে ভোট গণনা। তবে ব্লক সভাপতির ওপর আস্থা রাখতেই খুশি সাগরদিঘীর তৃণমূল কর্মীরা।
কৌশিক অধিকারী