আরও পড়ুন: ইংরেজবাজারে ফের আবাসনে আগুন
মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নতুন কিছু নয়। বর্ষায় নদীর জলস্তর বৃদ্ধি পাক বা কমুক শুরু হয়ে যায় ভাঙন। সামসেরগঞ্জে। এবার ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়েছে সামসেরগঞ্জের মহেশটোলা গ্রাম। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল থেকেই বেশ কিছু বাড়িঘর তলিয়ে গিয়েছে গঙ্গায়। এক ঘণ্টার মধ্যে ৮ টি দোকান, একটি মন্দির ও বেশ কিছু বাড়ি তলিয়ে যায়। কয়েকদিন আগে এই মহেশটোলার’ই ডিস্কো মোড় এলাকা তলিয়ে গিয়েছিল গঙ্গায়। সপ্তাহ যেতে না যেতেই ফের শুরু হল এই গঙ্গার ভাঙন।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে ভাঙন প্রতিরোধে রাজ্যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য একশো কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়েছে। কিন্তু তারপরেও যেন সমস্যার সমাধান অধরা। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, সরকার সঠিকভাবে নিজেদের ভূমিকা পালন না করায় আজ একের পর এক গ্রাম গঙ্গায় তলিয়ে যাচ্ছে। ভিটেমাটি, চাষের জমি হারিয়ে আগামী দিনে কীভাবে বাঁচবেন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
কৌশিক অধিকারী