কিন্তু গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে একাধিক ভিটে মাটি। ঘরছাড়া হতে হচ্ছে একাধিক পরিবারকে। সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙনের জেরে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে পাঁচটি ঘর। ভিটেমাটি হারিয়ে অসহায় মানুষেরা অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে একাধিক বার জানানোর পরেও স্থায়ী সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি। প্রশাসনের গাফিলতি জেরেই আজ তাঁরা ঘরছাড়া। এদিকে আজ সকাল থেকেই গঙ্গার ভাঙনে আস্তে আস্তে চোখের সামনে তলিয়ে যেতে থাকে ঘরবাড়ি ভিটেমাটি।
advertisement
আরও পড়ুনঃ বারুদের স্তুপে মুর্শিদাবাদ! ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, ধৃত এক
চোখের সামনে এমন বেদনাদায়ক দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেনি গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে তাঁদের অনুরোধ দ্রুত তাঁদের পুনর্বাসন নিয়ে ভাবা হোক। পঞ্চায়েতের প্রতিনিধি জালাল উদ্দিন আহমেদ এলাকা পরিদর্শন করতে এসে বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি শীঘ্রই স্থায়ী সমস্যার সমাধান করা হবে। তবে মুর্শিদাবাদ জেলার এই জ্বলন্ত সমস্যা আদৌ কবে স্থায়ী সমাধান হবে তার দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা ।
Koushik Adhikary