পদের নাম- আশা কর্মী।মোট শূন্যপদ- সব মিলিয়ে ৪০০টি।বয়সক্রম- প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তপশিলী জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ০১/০১/২০২২ তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এই পদে আবেদনযোগ্য। এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্না প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরই বিচার করা হবে।
advertisement
আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে হরিহরপাড়া বিডিও অফিসের ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জানুয়ারি, ২০২২ বিকাল ৫ টা পর্যন্ত।(Murshidabad News)
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস সংযুক্ত করতে হবে সেগুলি হল- ১) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র ২) স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র (ভোটার কার্ড/ রেশন কার্ড) ৩) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড) ৪) বিবাহিতা/ বিধবা প্রমাণপত্র। বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যেকোনো সরকারি পরিচয় প্রমাণপত্র (যেমন- বিবাহ নিবন্ধন শংসাপত্র/ আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড)। বিধবা দের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণপত্র। বিবাহ-বিচ্ছিন্না দের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছেদের শংসাপত্র।৫) আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
শর্তাবলী- ১) উক্ত পদে কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। ২) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩) আবেদনকারী একটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতা ও উপরে উল্লিখিত অন্যান্য যোগ্যতার ভিত্তিতে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।সমস্ত বিষয়টি জানতেঃ www.murshidabad.gov.in ক্লিক করে দেখে নিন বিস্তারিত।
Kaushik Adhikary