পাশাপাশি, রাত পোহালেই রাখী পুর্নিমা উৎসব । পবিত্র ভাই ও বোনের মেল বন্ধন এর সম্প্রীতির এক রাখি বন্ধন উৎসব। ফলে দীর্ঘ দুই বছর পরে বাজারে বেড়েছে রাখীর চাহিদা। কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পরে বাজারে রাখীর চাহিদা তুঙ্গে। হরেক রকমের রাখী কিনতেই দোকানে দোকানে ভিড় করছেন ছোট থেকে বড় বাড়ির বোনেরা।
advertisement
আরও পড়ুনঃ ঝুমুর নাচে গানে পালন করা হল জাতীয় আদিবাসী উৎসব
নিজের প্রীয় দাদা অথবা ভাই কে রাখী পড়ানোর জন্য রাখী কিনতে দেখা যাচ্ছে। ফলে এবছর ব্যাবসায়ীরাও একটু আশার আলো দেখছেন। কোভিড মহামারি পরিস্থিতির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতেই রাখী ও জাতীয় পতাকা বিক্রি বেড়েছে সর্বত্র। রাখি বন্ধন উৎসব হিন্দু ধর্ম, জৈন ধর্ম ও শিখ সম্প্রদায়ের মধ্যে পালন করা হয়।
আরও পড়ুনঃ বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফিরল না যুবক! ঘনাচ্ছে রহস্য
ইসলাম ধর্মের অনেক ভাই-বোন এই উৎসব পালন করে থাকে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কলকাতার রাস্তায় রাস্তায় ৩০ আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। তিন সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি-ধর্ম-নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন।
KOUSHIK ADHIKARY