শুধু বহরমপুর রবীন্দ্র সদনেই নয়, বেলডাঙা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, কান্দি সহ জেলার বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সোমবার সকালে কান্দিতে একটি বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করে, সব পেয়েছি আসরের খুদে শিশুরা। পরে কান্দি বাণী সংঘের মাঠে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবর্তীতে কান্দি পৌরসভার উদ্যোগেও মাল্যদান করে দিনটি পালন করা হয়।
advertisement
জেলার বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্বকবির জন্ম জয়ন্তী পালন করা হল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই। কোভিড মহামারী পরিস্থিতির কারণে গত দু'বছর ধরে কোন অনুষ্ঠান না হওয়ায় আক্ষেপ ছিল সকলের। এবার পরিস্থিতি ঠিক হতেই এই জন্ম জয়ন্তী উদযাপন করা হল যথাযথ মর্যাদার সঙ্গে। মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী।
Koushik Adhikary