সোমবার সকাল ছ’টা থেকে মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত জেলায় বাসের চাকা গড়াবে না বলে জানিয়েছেন তাঁরা। তার জন্য জেলার প্রতিবেশী সংগঠনগুলিকেও অনুরোধ করা হয়েছিল জেলায় বাস না পাঠাতে। ফলে সকাল থেকেই নিত্যযাত্রীরা প্রবল সমস্যায় পড়তে হয়। ভরসা থাকে সরকারি বাসের উপর। এছাড়াও টোটো অটোর ওপর ভরসা করেই গন্তব্যে পৌঁছাতে হল নিত্যযাত্রীদের।
advertisement
আরও পড়ুন:কিস্তির টাকা দিতে না পারলে বাড়ির গরু ছাগলই দাও! ফাইনান্স সংস্থার কাণ্ডে হতবাক সবাই
বাস মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে ভাড়া বাড়েনি বাসের। পাল্লা দিয়ে বেড়েছে আনুষঙ্গিক খরচ। তার ওপর বাস চলাচলের রাস্তার দখল নিয়েছে অটো, টোটো, ট্রেকার। বারংবার সে কথা জানানো হয়েছে প্রশাসনকে। বৈঠক হয়েছে দু-পক্ষের। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বাস মালিকরা জানিয়েছেন, যে রাস্তার পারমিট নেই অটো-টোটোর, সেই রাস্তায় বাধাহীন চলছে তারা। এর ফলে বাসের যাত্রী কমছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৌশিক অধিকারী