আরও পড়ুন Cooch Behar News: গরমের ঠেলায় ATM-র এসিতে সারমেয়! বিপাকে গ্রাহকেরা
রীতি মেনে আয়োজন করা হয়েছিল ছাদনা তলারও। এলাকার যুবকরা মহা ধুমধাম করে ব্যাঙের বিয়ে দিলেন। জনশ্রুতি রয়েছে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। আর সেই কারণে গ্রামের যুবকরা অভিনব ভাবে এই বিয়ের ব্যবস্থা গ্রহণ করলেন। বিয়েকে ঘিরে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ছিল জোরদার। বৃষ্টির আশায় প্রতিবছরই ব্যাঙের বিয়ে দেখতে পাওয়া যায় বাংলার বিভিন্ন জেলায়।
advertisement
আরও পড়ুন West Burdwan News: সরকারি হাসপাতালে শিশু চুরি, হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরে
খরা থেকে রেহাই পেতে বাংলা সহ গোটা দেশে একসময়ে এই রীতি ছিল বহুল প্রচলিত। জানা গিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী বিয়ের জন্য ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদের ধান-দূর্বা, সাত পাক ঘোরা, সিঁদুর দান, পুরোহিতের মন্ত্র পাঠ, শঙ্খের ধ্বনি, খাওয়াদাওয়া, নাচ গান প্রায় সবকিছুর নিয়ম ছিল এই বিয়েতে।
আরও পড়ুন East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার
আমন্ত্রিতরা নবদম্পতিকে উপহার হিসেবে দান করেছেন নগদ অর্থও। একসময়ের বহুল প্রচলিত এই রীতি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ‘সংস্কার-কুসংস্কারের’ বেড়াজালে অনেকটাই কমে এসেছে এই রেওয়াজ। কিন্তু খরা থেকে মাঠের ফসলকে বাঁচাতে প্রাচীন বিশ্বাসে ভর করেই মুক্তি পেতে চাইছেন মুর্শিদাবাদ বাসী। তাই বৃষ্টির আশায় ব্যাঙ -এর বিয়ের আয়োজন হরিহরপাড়ায়।
কৌশিক অধিকারী





