TRENDING:

Murshidabad Road Condition : সংস্কারের অভাবে বেহাল আহিরণের গুরুত্বপূর্ণ রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত চলছেই

Last Updated:

Murshidabad News: দেড় কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও গর্ত এতোটাই গভীর যে, বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সংস্কারের অভাবে বেহাল আহিরণের গুরুত্বপূর্ণ রাস্তা । দৈনন্দিন ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা । মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আহিরণ হল্ট থেকে ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটারব্যাপী রাজ্য সড়ক এলাকায় রয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আহিরণ হল্ট স্টেশন, পুলিশ ফাঁড়ি, আহিরণ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করে থাকেন । এ ছাড়াও এই রাস্তায় চলাচল করে অসংখ্য ট্রাক, যাত্রীবাহী গাড়ি, রিক্সা ও টোটো । অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বর্তমানে চরম বেহাল দশা ।
Murshidabad Road Condition
Murshidabad Road Condition
advertisement

দেড় কিলোমিটার রাস্তায় পিচের আস্তরণ উঠে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে । কোথাও কোথাও গর্ত এত গভীর যে, বৃষ্টিতে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণের যাতায়াত করা দুষ্কর হলেও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের । খানাখন্দে ভর্তি রাস্তাটিতে হামেশাই ঘটছে দুর্ঘটনা ।

এলাকাবাসী ও নিত্যযাত্রীদের অভিযোগ, গণতন্ত্রের উৎসব এলে পরিযায়ী নেতারা এসে বেহাল রাস্তা সংস্কারের টোপ দিয়ে ভোট চেয়ে থাকেন । কিন্তু ভোট মিটে গেলে ফিরেও তাকান না, নির্বাচিত প্রতিনিধি । বরং রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবির তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত । আক্ষেপ স্থানীয় বাসিন্দাদের ৷

advertisement

আরও পড়ুন : অলিগলিতে পথের রোমিওদের শায়েস্তা করতে নতুন উদ্যোগ পুলিশের

কয়েক হাজার গ্রামবাসীর প্রায় সকলেরই অভিযোগ, ভোটের সময় হলেই এলাকার নেতারা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে যান । কিন্তু ভোট পেরিয়ে গেলেই তাঁদের আর কারও দেখা পাওয়া যায় না । এতদিনেও সংস্কার তো হয়ইনি, উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা । রাস্তার বেহাল অবস্থার জন্য দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী । রাজনৈতিক তরজার মাঝে নিত্যদিনের ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী । তাঁরা আরও জানাচ্ছেন যে, এত দিনেও কোনওরকম সংস্কার হয়নি । উল্টে রোজ রোজ আরও বেহাল হচ্ছে রাস্তা । ফলে রোজই দুর্ঘটনা ঘটছে।

advertisement

শুধু তাই নয়, এলাকায় কারও শরীর খারাপ হলেও রাস্তার অবস্থার জন্য কোনও গাড়ি আসতে চায় না । ভয়াবহ এই পরিস্থিতির ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চিকিৎসার অভাবে বেঘোরে প্রাণও যাচ্ছে এলাকাবাসীর । বার বার এই বিষয়ে ব্লক,পঞ্চায়েত ও এলাকার নেতাদের জানানোর পরও কোনও সুরাহা মেলেনি ।

আরও পড়ুন :  ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু

advertisement

অভিযোগ উঠেছে, রাস্তা সংস্কারের দায় বিজেপির বলে দায়মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল । পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছেন, বারবার ব্লক ও পঞ্চায়েতকে রাস্তা সারাইয়ের ব্যাপারে জানানোর পরও ‘হচ্ছে,হবে’ করে কাজ ফেলে রেখেছে। এলাকার মানুষের সমস্যা হচ্ছে । স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দাবি, জেলা স্তরে জানানো হয়েছে রাস্তা খারাপের কথা । বিষয়টি অতি দ্রুততার সাথে সমাধান করা হবে আগামী দিনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

প্রতিবেদন : কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Road Condition : সংস্কারের অভাবে বেহাল আহিরণের গুরুত্বপূর্ণ রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত চলছেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল