Sunderban in crisis again: ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু

Last Updated:
প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুর থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয় গ্রামবাসীদের জন্য। চাল, ত্রিপলের ব্যবস্থা করা হচ্ছে।
1/5
নিম্মচাপ ও কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকার কাকদ্বীপ মহকুমায় সবচেয়ে বেশি  প্রভাব পড়েছে। গত দু’‌দিনে জলোচ্ছ্বাসের জেরে একাধিক নদী ও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকেছে লোকলয়ে।
নিম্মচাপ ও কোটালের জেরে দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন এলাকার কাকদ্বীপ মহকুমায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। গত দু’‌দিনে জলোচ্ছ্বাসের জেরে একাধিক নদী ও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকেছে লোকলয়ে।
advertisement
2/5
মাটির বাঁধ ভেঙে নদী ও সমুদ্রের নোনাজল ঢুকছে লোকালে। নিরাশ্রয় হয়ে পড়েছেন শতাধিক মানুষ। নোনা জলে প্লাবিত হয়েছে চাষের জমি, পুকুর। নষ্ট হয়েছে বাড়িতে থাকা চাল, ডাল সহ মজুত খাদ্যসামগ্রী।
মাটির বাঁধ ভেঙে নদী ও সমুদ্রের নোনাজল ঢুকছে লোকালে। নিরাশ্রয় হয়ে পড়েছেন শতাধিক মানুষ। নোনা জলে প্লাবিত হয়েছে চাষের জমি, পুকুর। নষ্ট হয়েছে বাড়িতে থাকা চাল, ডাল সহ মজুত খাদ্যসামগ্রী।
advertisement
3/5
জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে মাটির বাঁধ উপচে জল ঢুকেছে। বঙ্কিমনগরের ৫২টির বেশি কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের উদ্ধার করে পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে মাটির বাঁধ উপচে জল ঢুকেছে। বঙ্কিমনগরের ৫২টির বেশি কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের উদ্ধার করে পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
4/5
জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে মাটির বাঁধ উপচে জল ঢুকেছে। বঙ্কিমনগরের ৫২টির বেশি কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের উদ্ধার করে পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে মাটির বাঁধ উপচে জল ঢুকেছে। বঙ্কিমনগরের ৫২টির বেশি কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের উদ্ধার করে পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
5/5
শুক্রবার সকালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বঙ্কিমনগর এক নম্বর কলোনিতে নদী বাঁধ পরিদর্শনে যান। মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
শুক্রবার সকালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বঙ্কিমনগর এক নম্বর কলোনিতে নদী বাঁধ পরিদর্শনে যান। মন্ত্রীকে সামনে পেয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
advertisement
advertisement
advertisement