Police Service : অলিগলিতে পথের রোমিওদের শায়েস্তা করতে নতুন উদ্যোগ পুলিশের

Last Updated:

Police Service : শহর-সহ আশেপাশে এলাকায় মোবাইল মটর বাইক নিয়ে পুলিশ কর্মীরা ঘুরবেন

কান্দি শহর সহ আশেপাশে এলাকায় মোবাইল মোটরবাইক নিয়ে পুলিশকর্মীরা ঘুরবেন
কান্দি শহর সহ আশেপাশে এলাকায় মোবাইল মোটরবাইক নিয়ে পুলিশকর্মীরা ঘুরবেন
মুর্শিদাবাদ : বর্তমানে বেড়ে চলেছে অপরাধ, সেই অপরাধ দমন করতে আরও তৎপরতা গ্রহণ করল মুর্শিদাবাদের অন্তর্গত কান্দি থানার পুলিশ প্রশাসন। শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এই প্রথম চালু করা হল মোবাইল পুলিশ স্কোয়াড। কান্দি শহর সহ আশেপাশে এলাকায় মোবাইল মোটরবাইক নিয়ে পুলিশকর্মীরা ঘুরবেন । পাশাপাশি রোমিওদের বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা করবে কান্দি থানার কর্তব্যরত পুলিশকর্মীরা ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কান্দির বাসিন্দারা । মুলত অপরাধ দমন থেকে যে কোনও রকম অভাব অভিযোগ পেলেই মোটরবাইক নিয়ে মানুষের কাছে ছুটে পৌঁছে যাবেন এই পুলিশকর্মীরা ।
কান্দি শহর প্রাচীন একটি শহর । জেলার ঐতিহাসিক প্রাচীন শহরের মধ্যে অন্যতম । ফলে শহরের গলি অনেক, যেখানে পুলিশের গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে মোটরবাইক টিম পৌঁছে অতি দ্রুততার অপরাধ দমন-সহ মানুষকে পরিষেবা দেওয়া একমাত্র লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।
advertisement
advertisement
আরও পড়ুন : ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু
ইতিমধ্যেই মুর্শিদাবাদে পুলিশের পক্ষ থেকে দক্ষ উইনার্স টিম গঠন করা হয়েছে বহরমপুরে । মহিলা পুলিশকর্মীরা উইনার্স টিমে কাজ করে চলেছেন । এ বার বহরমপুরে উইনার্স টিমের মতোই কান্দিতে এই পুলিশ  স্কোয়াড গঠন করা হল ।
advertisement
আরও পড়ুন :  মিড ডে মিল খেয়ে ফের অসুস্থ পড়ুয়ারা ! হাসপাতালে ভর্তি অনেকে! চাঞ্চল্য আমতায়
সকাল হোক বা বিকাল অভাব অভিযোগ পেলেই কান্দিতে এই স্পেশাল মোটরবাইক টিম পৌঁছে যাবে সেই এলাকায় । এতে কমবে অপরাধ, পরিষেবা পাবেন সাধারণ মানুষজন । কান্দিতে চালু হওয়া কান্দি থানার উদ্যোগে মোটরবাইক স্কোয়াড শহর-সহ গ্রামীণ সব এলাকায় ঘুরবে দিবারাত্রি।
advertisement
প্রতিবেদন : কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Police Service : অলিগলিতে পথের রোমিওদের শায়েস্তা করতে নতুন উদ্যোগ পুলিশের
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement