Howrah News: মিড ডে মিল খেয়ে ফের অসুস্থ পড়ুয়ারা ! হাসপাতালে ভর্তি অনেকে! চাঞ্চল্য আমতায়
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News: এদিনের স্কুলে ছাত্র ছাত্রীদের জন্য মেনু তৈরি হয়েছিল ভাত, ডাল, শাকভাজা ও ডিমের ঘন্ট। খাবার খাওয়ার পরেই অসুস্থ অনেকে!
#হাওড়া: গ্রামীণ হাওড়ায় স্কুলে মিড-ডে-মিল খেয়ে অসুস্থ পড়ুয়ারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে আমতা-১ ব্লকের বাগুয়া হাইস্কুলে। সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই শুক্রবার টিফিনের সময় মিড-ডে-মিল খায় বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিনের স্কুলে ছাত্র ছাত্রীদেরজন্য মেনু তৈরি হয়েছিল ভাত, ডাল, শাকভাজা ও ডিমের ঘন্ট। অভিযোগ, মিড-ডে-মিল খাওয়ার পরই অসুস্থবোধ করেন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বেশ কিছু পড়ুয়া। পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণার পাশাপাশি শুরু হয় বমি। কয়েকজন অসুস্থ পড়ুয়াকে আমতা হাসপাতালে আনা হয়। জানা গেছে, হাসাপাতালে ১৪ জন পড়ুয়াকে আনা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার পাত্র জানান, এদিন একটি মিটিংয়ে থাকায় মিড-ডে-মিলের দিকে তিনি নজর দিতে পারেননি।
পড়ুয়ারা অসুস্থবোধ করার পরই তড়িঘড়ি ছাত্র ছাত্রীদের হাসপাতালে আনা হয়। তিনি জানান, প্যানিক থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে অসুস্থ পড়ুয়াদের অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন। এক অভিভাবক চৈতালি বনু জানান, দু'জন আমায় গিয়ে জানায় আমার মেয়ে অসুস্থ। সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে দেখি অনেকগুলো বাচ্চা ছটফট করছে। তারপরই হাসপাতালে নিয়ে যাই।
advertisement
স্কুল সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ৩০৩ জন পড়ুয়া রয়েছেন। প্রত্যেকদিন মোটামুটি ২৫০জন বা তার একটু বেশি পড়ুয়া মিড-ডে-মিল খায়। খবর পেয়ে হাসপাতালে আসেন অদ্রিজা সমাদ্দার, সিরাজবাটী চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে সহ অন্যান্য। সন্ধ্যায় অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে হাসপাতালে আসেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্মল যাদব, অরুণ খাঁ, সুমন্ত সাউরা।
advertisement
advertisement
রাকেশ মাইতি
Location :
First Published :
July 15, 2022 9:16 PM IST