এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কান্দির বাসিন্দারা । মুলত অপরাধ দমন থেকে যে কোনও রকম অভাব অভিযোগ পেলেই মোটরবাইক নিয়ে মানুষের কাছে ছুটে পৌঁছে যাবেন এই পুলিশকর্মীরা ।
কান্দি শহর প্রাচীন একটি শহর । জেলার ঐতিহাসিক প্রাচীন শহরের মধ্যে অন্যতম । ফলে শহরের গলি অনেক, যেখানে পুলিশের গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে মোটরবাইক টিম পৌঁছে অতি দ্রুততার অপরাধ দমন-সহ মানুষকে পরিষেবা দেওয়া একমাত্র লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।
advertisement
আরও পড়ুন : ফুঁসছে সমুদ্র, বাঁধ ভেঙে ঢুকছে জল! ফের প্লাবিত সুন্দরবন, নিরাশ্রয় বহু
ইতিমধ্যেই মুর্শিদাবাদে পুলিশের পক্ষ থেকে দক্ষ উইনার্স টিম গঠন করা হয়েছে বহরমপুরে । মহিলা পুলিশকর্মীরা উইনার্স টিমে কাজ করে চলেছেন । এ বার বহরমপুরে উইনার্স টিমের মতোই কান্দিতে এই পুলিশ স্কোয়াড গঠন করা হল ।
আরও পড়ুন : মিড ডে মিল খেয়ে ফের অসুস্থ পড়ুয়ারা ! হাসপাতালে ভর্তি অনেকে! চাঞ্চল্য আমতায়
সকাল হোক বা বিকাল অভাব অভিযোগ পেলেই কান্দিতে এই স্পেশাল মোটরবাইক টিম পৌঁছে যাবে সেই এলাকায় । এতে কমবে অপরাধ, পরিষেবা পাবেন সাধারণ মানুষজন । কান্দিতে চালু হওয়া কান্দি থানার উদ্যোগে মোটরবাইক স্কোয়াড শহর-সহ গ্রামীণ সব এলাকায় ঘুরবে দিবারাত্রি।
প্রতিবেদন : কৌশিক অধিকারী