মুর্শিদাবাদ জেলার শুধু রেজিনগর নয়, সম্প্রতি এর আগেও একাধিক জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে ১২ই অক্টোবর সন্ধ্যায় শব্দবাজি ও আতসবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে, থানা এলাকায় মজুত রাখা মোট ১হাজার ৩৬৯ টি শব্দবাজি ও আতসবাজি উদ্ধার করা হয়৷ শব্দবাজি ও আতসবাজি মজুত ও বিক্রি করার অপরাধে একজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।
advertisement
আরও পড়ুন Hooghly News: চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, প্রথম পুজো কোনটা জানেন?
মুর্শিদাবাদ জেলা জুড়ে শব্দ বাজির বিরুদ্ধে অভিযান করা হচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আবেদন করা হয়েছে, পরিবেশ দূষণ তথা প্রবীণ নাগরিক ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনারা আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ ভাবে পালন করুন এবং পরিবেশ বান্ধব "গ্রিন ফায়ার্স ক্র্যাকার্স" ব্যতিত অন্য কোনও ধরণের নিষিদ্ধ আতসবাজি বা শব্দ বাজি ফাটাবেন না। নিজস্ব এলাকায় যদি কোনও অসাধু ব্যক্তি পরিবেশ বান্ধব "গ্রিন ফায়ার্স ক্র্যাকার্স" ছাড়া অন্য কোনও ধরণের নিষিদ্ধ শব্দবাজি ও আতসবাজি মজুত করে রাখে বা বাজি ফাটায়, তৎক্ষণাৎ পুলিশে খবর দিন। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
কৌশিক অধিকারী