TRENDING:

Murshidabad News: ভরতপুরের কিশোরী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের

Last Updated:

তদন্তের স্বার্থেই ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে সে টিনা খাতুন নামে ওই কিশোরীকে খুন করেছিল তাও হাতে-কলমে দেখিয়ে দেয় ধৃত প্রতীক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ভরতপুরের কিশোরী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। মূল অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সফলভাবে ঘটনার পুননির্মাণ করল ভরতপুর থানার পুলিশ।
advertisement

আরও পড়ুন: স্নায়ুর অতি বিরল রোগে আক্রান্ত ইশানকে বাঁচাতে বাড়িঘর বিক্রি করে দিয়েছে পরিবার! দরকার আরও টাকা

গত ১৯ এপ্রিল মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তালাপুকুর থেকে কিশোরী টিনা খাতুনের (১৭) দেহ উদ্ধার হয়। মৃত কিশোরীর বাড়ি ভরতপুরের‌ই বাজারপাড়ায়। ঐদিনই রাতে টিনা খাতুনের পরিবার থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে ভরতপুরের সুরপাড়া থেকে প্রতীক শেখ নামে একজনকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে বিচারক ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরই প্রতীক শেখকে লাগাতার জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

advertisement

তদন্তের স্বার্থেই ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে সে টিনা খাতুন নামে ওই কিশোরীকে খুন করেছিল তাও হাতে-কলমে দেখিয়ে দেয় ধৃত প্রতীক। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার পুনর্নির্মাণ সফলভাবে হয়েছে। এর ফলে এই হত্যা রহস্যের খুব দ্রুত কিনারা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভরতপুরের কিশোরী খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল