সোমবার ধৃতকে বহরমপুর আদালতে পাঠানো হয় ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে। কোথায় থেকে নিয়ে আসছিল ও কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানা পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেন্সিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুনঃ ভাঙনে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! দেখুন রাক্ষুসে গঙ্গার সেই ভয়ঙ্কর ভিডিও!
ভারতে এই ফেন্সিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ধার হওয়া ৪৮০ বোতল ফেন্সিডিল যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। তবে সড়ক পথে মটর বাইকে করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। বর্তমানে জলঙ্গী, সুতি, লালগোলা সীমান্তবর্তী এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল ও হেরোইন পাচার চলে। তবে এত পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় ।সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
Koushik Adhikary





