Murshidabad Ganga Erosion News II ভাঙনে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! দেখুন রাক্ষুসে গঙ্গার সেই ভয়ঙ্কর ভিডিও!

Last Updated:

গঙ্গার করাল গ্রাসে রাক্ষসী গঙ্গা গিলে খেল আস্ত একটি দ্বিতল বাড়ি। বর্তমানে বর্ষাকাল না হলেও দুর্গাপুজোর পরেও ভাঙনের গ্রাসে সামশেরগঞ্জ। ফের শনিবার বিকেলে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।

+
title=

#মুর্শিদাবাদঃ গঙ্গার করাল গ্রাসে রাক্ষসী গঙ্গা গিলে খেল আস্ত একটি দ্বিতল বাড়ি। বর্তমানে বর্ষাকাল না হলেও দুর্গাপুজোর পরেও ভাঙনের গ্রাসে সামশেরগঞ্জ। ফের শনিবার বিকেলে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে। ইতি মধ্যেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু কৃষি জমি, একটি শৌচালয় ও কয়েকটি গাছও। প্রায় পাঁচ থেকে সাতটি বাড়িতে ফাটল ধরেছিল আগেই সেই খবর আমরা দেখিয়ে ছিলাম নিউজ ১৮ লোকালের পর্দায়। বাড়ি গুলো গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া যা শুধু ছিল সময়ের অপেক্ষা। আর সেই রাক্ষসী গঙ্গার করাল গ্রাসে গিলে খেল আস্ত দ্বিতল বাড়ি। যদিও ইতি মধ্যেই প্রাণ ভয়ে বাড়ির যাবতীয় আসবাপত্র নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার হিড়িক পড়েছে গোটা গ্রামে।
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কাতে গঙ্গায় ঝাঁপ গৃহবধূর! উদ্ধার করল সিআইএসএফ
ভাঙনের আতঙ্কে নতুন করে ফের একবার স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গঙ্গা পদ্মার ভাঙন মুর্শিদাবাদ ও মালদার এক জ্বলন্ত সমস্যা। গঙ্গায় জল না বাড়লেও ভাঙন অব্যাহত থাকে প্রায় সারাবছর। জল বাড়লেও ভাঙন শুরু হয় তেমনি জল কমলেও ভাঙন শুরু হয়। গণতান্ত্রিক দেশে ভোট আসে ভোট যায় কিন্তু এই ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান কোন দিন হয়না বলে আক্ষেপ স্হানীয় বাসিন্দাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফের নির্যাতনের শিকার গৃহবধূ! কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!
প্রসঙ্গত, এর আগে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন দেখা যায়। ভাঙনে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়িঘর। তলিয়ে গিয়েছে বেশ কয়েক বিঘা জমিও। আশঙ্কায় বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নতুন করে গঙ্গা ভাঙন নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আপাতত যার যা সামগ্রী আছে তা নিয়ে কোনরকমে পালানোর চেষ্টা করছেন তারা। অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Ganga Erosion News II ভাঙনে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! দেখুন রাক্ষুসে গঙ্গার সেই ভয়ঙ্কর ভিডিও!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement