Murshidabad News: ফরাক্কাতে গঙ্গায় ঝাঁপ গৃহবধূর! উদ্ধার করল সিআইএসএফ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলার ফরাক্কার গঙ্গায় গৃহবধূ ঝাঁপ দিতেই সিআইএসএফ এর তৎপরতায় ফরাক্কার গঙ্গা থেকে উদ্ধার করল এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার গঙ্গায়।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার ফরাক্কার গঙ্গায় গৃহবধূ ঝাঁপ দিতেই সিআইএসএফ এর তৎপরতায় ফরাক্কার গঙ্গা থেকে উদ্ধার করল এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার গঙ্গায়। ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ সূত্রে জানা যায়, মালদা জেলার বৈষ্ণবনগরের এক গৃহবধূ শেফালী মন্ডল ফরাক্কা বাঁধ প্রকল্পের ১৫ নম্বর গেটে ঝাঁপ দেয় আত্মহত্যা করার জন্য। ঘটনার সময়ে সিআইএসএফ জওয়ান তাকে দেখতে পায়। তড়িঘড়ি ফরাক্কা বাঁধ প্রকল্পের গেটের কাছ থেকে মহিলাকে উদ্ধার করে। জওয়ানরা তাকে ফরাক্কা বাঁধ প্রকল্পের গেটের কাছ থেকে উদ্ধার করে।
গুরুতর অসুস্থ অবস্থায় গৃহবধূ কে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। ঘটনার পর মালদা জেলার বৈষ্ণব নগর থানার হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে বৈষ্ণব নগরের বাসিন্দা শেফালী মন্ডল মানষিক অবসাদে ভুগছিলেন ।আর তার কারণেই আত্মহত্যার চেষ্টা করে। যদিও সিআইএসএফ-এর প্রচেষ্টায় প্রাণে বেঁচে যান গৃহবধূ। তবে কি কারণে এই আত্মহত্যার চেষ্টা তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ও বৈষ্ণবনগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ফের নির্যাতনের শিকার গৃহবধূ! কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!
যদিও তাকে জিজ্ঞেসবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও স্হানীয় বাসিন্দারা ও প্রত্যক্ষদর্শীরা সিআইএসএফ-এর ভুয়শী প্রশংসা করেছেন। ভগবানের রুপে গৃহবধূকে প্রাণে বাঁচানোর পরে সিআইএসএফ-এর কর্ম দক্ষতা কে প্রশংসা করেছেন সকলেই। মুর্শিদাবাদ জেলার ফরাক্কার গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা এর আগেও ঘটেছে। তবে প্রাণ হানির ঘটনা ঘটেছে একাধিকবার।যদিও এবারে প্রাণে রক্ষা পেল গৃহবধূ বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
October 15, 2022 11:57 PM IST