স্থানীয়রা রেশন থেকে চাল নেওয়া পর বাড়ি গিয়ে চালের মধ্যে সাদা রঙের অন্যরকম বস্তু দেখে সন্দেহ জাগে। রেশন দোকানে গিয়ে স্থানীয়রা জানতে চায় বিষয়টি কী? এ বিষয়ে ডিলার আরতী দাসের পুত্র মনোজ কুমার দাস বলেন এগুলি ‘ভিটামিন চাল', এবং আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারব না কারণ সমস্ত বস্তাগুলি প্যাকিং করা আছে এর ভেতর কি আছে সেগুলি আমেদের পক্ষে জানা সম্ভব নয়।
advertisement
আরও পড়ুনঃ Siliguri News: বাথরুম থেকে মহিলাক গলা কাটা দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা তদন্তে পুলিস
এছাড়া, মনোজ কুমার দাসকে সরকারি ফুড সাপ্লাই ইন্সপেক্টর জানিয়েছেন, এটি ‘ফর্টিফায়েড চাল’। এই চালের ভাত খেলে শরীর সুস্থ থাকে, রক্তালপোতা দূর হয় এবং এই চালে আলাদাভাবে ফলিক অ্যাসিড আয়রন এবং ভিটামিন থাকে, এছাড়াও সরকারি রেশন দোকান থেকে ‘ফরটি ফায়েড চাল’ বিনামূল্যে বন্টন করা হচ্ছে বলে রেশন ডিলারকে জানিয়েছেন তিনি। তারপর আতঙ্ক দূর হয় সাধারণ মানুষের মধ্যে।
Koushik Adhikary