Siliguri News: বাথরুম থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা তদন্তে পুলিস
- Published by:Sudip Paul
Last Updated:
বাথরুম থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় তীব্র চঞ্চল্য শিলিগুড়ির চতুরাগছ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
ফুলবাড়ি: বাথরুম থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির চতুরাগছ এলাকায়। মৃতার গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দেহ। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে। দেহের ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত মহিলার নাম রিয়া বিশ্বাস। স্বামীর নাম রোমিও বিশ্বাস।স্থানীয় সূত্রে জানা গেছে এরা নদিয়ার বাসিন্দা। তবে গত দুই বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে তারা শিলিগুড়ির চতুরাগছ এলাকায় থাকতেন। তাদের একটি ৫ বছরের ছেলে রয়েছে। নিজের মা-বাবাকে আনতে নদিয়া গিয়েছেন রোমিও। সোমবার সকালে ছেলেটিই মায়ের রক্তাক্ত দেহ দেখতে পায়। মায়ের গলা কাটা দেহ বাথরুমে পড়ে থাকতে দেখে চিৎকার করে। স্থানীয়রা গিয়ে দেহ দেখে পুলিসে খবর দেয়।
advertisement
advertisement
কিছু সময় পরই ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তারা গিয়ে দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। কিন্তু এই ঘটনা আত্মহত্যানা খুন সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি স্বামীর সঙ্গেও কথা বলবেন তদন্তকারী অফিসেরারে। তবে এমন ঘটনা আতঙ্কে স্থানীয়রা।
advertisement
Anirban Ray
Location :
First Published :
November 15, 2022 7:31 PM IST