রবিবার দুপুর থেকে শোভাযাত্রা বের করে গোটা শহরের একাংশ পরিক্রমা করে বহরমপুরে গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় সন্ধ্যায়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
আরও পড়ুন: এবার পাহাড় যাওয়া হবে আরও সহজ! দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা শীতের শুরুতেই পর্যটকদের দিল দারুণ উপহার
পুজো কমিটির এক সদস্যে বলেন, “এই পুজো শুরু হয়েছিল আনুমানিক প্রায় ১৪৯ বছর আগে ৷ কিন্তু পুজোর আদিস্থান এখানে নয় ৷ অন্য এক নলখাগড়ার বনে ছিল আরাধনা করা হত৷ সেই বন পুড়ে যাবার পরে তৎকালীন স্থানীয় বাসিন্দারা এখানেই বাবার পুজোর শুরু করেন৷ যা আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহ্য ও প্রিয় উৎসবের রূপ নিয়েছে ৷”
advertisement
আরও পড়ুন: কলকাতায় ফের খুনের ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে কোপ শরীর জুড়ে
নিরঞ্জন পর্ব করা হয় মহা ধুমধামের সঙ্গে। ঢাক ঢোল বাজনা সঙ্গে শোভাযাত্রা বেরিয়ে ছিল বহরমপুরে। রাস্তার দু’ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো।
কৌশিক অধিকারী