মুর্শিদাবাদ: বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয়। ভৈরবের বিসর্জনকে কেন্দ্র করে বড় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন বহু ভক্ত। রবিবার দুপুর থেকে খাগড়া থেকে শোভাযাত্রা বের হতেই রাস্তার দুই ধারে অগনিত ভক্তরা ভিড় জমান।
advertisement
রবিবার দুপুর থেকে শোভাযাত্রা বের করে গোটা শহরের একাংশ পরিক্রমা করে বহরমপুরে গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় সন্ধ্যায়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
পুজো কমিটির এক সদস্যে বলেন, “এই পুজো শুরু হয়েছিল আনুমানিক প্রায় ১৪৯ বছর আগে ৷ কিন্তু পুজোর আদিস্থান এখানে নয় ৷ অন্য এক নলখাগড়ার বনে ছিল আরাধনা করা হত৷ সেই বন পুড়ে যাবার পরে তৎকালীন স্থানীয় বাসিন্দারা এখানেই বাবার পুজোর শুরু করেন৷ যা আজ বহরমপুর তথা মুর্শিদাবাদের এক ঐতিহ্য ও প্রিয় উৎসবের রূপ নিয়েছে ৷”