আরও পড়ুন South24Parganas News : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
যদি পরে আবার অসুস্থ হয়ে পড়েন বুলবাহার সেখ। বহরমপুর একটি বেসরকারি নার্সিংহোমে ডাঃ এন রহমানের অধীনে চিকিৎসা চলছিল। অভিযোগ ভুল চিকিৎসা করে অপারেশন করেন চিকিৎসক বলে অভিযোগ। অতিরিক্ত টাকা বিল করে রোগী ছাড়া হবে বলে জানানো হয় রোগীর পরিবারকে।
advertisement
আরও পড়ুন Hooghly News: বাজ পড়ল একসঙ্গে সাত জনের মাথায়! প্রাণ গেল দুই দিনমজুরের
বর্তমানে দুই লক্ষ টাকা বিল করা হয়েছে। এবং সেই টাকা দিলে তবেই ছাড়া হবে বলে জানানো হয় চিকিৎসকের পক্ষ থেকে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার হরিহরপাড়া বিধায়ক নিয়ামত সেখের নেতৃত্বে রোগীর পরিবার বহরমপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল কাছে আসে এবং ডাক্তারের শাস্তির দাবি জানানো হয়। তখনই রোগীর আত্মীয়রা ডাঃ সন্দীপ সান্যালকে হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ প্রশাসন। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও চিকিৎসক ডাঃ এন রহমানের শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক নিয়ামত সেখ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বহরমপুরে বৃহস্পতিবার । এই ঘটনায় এখনও পর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে বলে বহরমপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ।
কৌশিক অধিকারী