শুধু পুলিশ নয়, খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ড টিমকে। গ্রামীন এলাকার পুকুর পাড় থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সামশেরগঞ্জের উত্তর অন্তরদীপা গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ হচ্ছিল। সেই সময় রাস্তার পাশে থাকে একটি সিঁড়ি ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে শুরু ইট ছোড়াছুড়ি।
advertisement
আরও পড়ুন: চাকরির পরীক্ষা দিয়ে বেঙ্গালুরু থেকে ফেরার পথে ঘটে গেল দুর্ঘটনা! এক লহমায় বদলে গেল জীবন
ঘটনায় জখম হন তিন ব্যক্তি। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, গন্ডগোলের এক পর্যায়ে অলিউল এবং সেনারুল নামে দুই ব্যক্তি বোমা নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘের ধান নষ্ট! মাথায় আকাশ ভেঙে পড়ল কৃষকদের
বোমা রেখে পালায় অভিযুক্তরা। বোমা গুলি ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ড টিমকে। ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। বোমা উদ্ধার এবং গন্ডগোলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
কৌশিক অধিকারী