আরও পড়ুনঃ ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার
যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, সিপিআইএমের আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল করতে যায়। সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে আহত হয় তৃণমূলের কর্মীরা। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় সিপিআইএম কর্মী রিন্টু শেখকে উদ্ধার করে প্রথমে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কলকাতা এনআর এস হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসা চলাকালীন কলকাতায় এনআরএস হাসপাতালে সিপিআইএম কর্মী রিন্টু শেখের মৃত্যু হয়।
advertisement
এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।অন্যদিকে এই ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে দুশ্চিন্তায় পরিবার । এই মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার মোট মৃতের সংখ্যা হল ৯জন।
কৌশিক অধিকারী