মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে রানিনগরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। গুরুতর আহত হয়েছেন দু’জন তৃণমূল কর্মী। একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুন: দীর্ঘ ছুটির পর খুলে গেল স্কুল, ছুটি হল না গরমের! ঘামতে-ঘামতে স্কুলে পড়ুয়ারা
advertisement
স্থানীয় সূত্রের খবর, মনোনয়ন জমা দিয়ে তৃণমূল কর্মীরা বাইকে করে ফিরছিলেন বাড়ি। রানিনগরের শিবনগরের কাছে বাইকে হর্ন বাজানো নিয়ে বিবাদ শুরু হয় কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের। এরপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তালিম শেখ নামে এক তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে রেহাইয়ের বিরাট আপডেট, উত্তরে ভারী বৃষ্টি শুরু! কলকাতা কবে ভিজবে?
এলাকার আক্রান্ত তৃণমূল কর্মীরা জানান, মনোনয়ন পত্র জমা দিয়েই তৃণমূলের প্রার্থীরা বাড়ি ফিরে আসার সময়ে হঠাৎই এই হামলা চালানো হয়। মোটর বাইকের হর্ন বাজানোকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়। আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তালিম সেখকে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তৃণমূল দল করা যাবে না দাবিতে বিরোধীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।
যদিও ঘটনার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষ মুহূর্তে রানিনগরে এই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
কৌশিক অধিকারী





