জানা গিয়েছে, বুধবার কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে যশোহরি মোড়ে টোটো ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁধে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ধাক্কা মারে দুর্ঘটনা গ্রস্ত পিকাপ ভ্যানের পিছনে। বাইকের চালক ও আরোহী গুরুতর জখম হয়। জখম হয় টোটোর চালক সহ যাত্রীরা। দুর্ঘটনায় বাইকের আরোহী হাসনা বানু বিবির মৃত্যু হয়েছে। স্হানীয় বাসিন্দারা জানান, কুলি থেকে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে আসছিল কান্দির দিকে, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টোটো ধাক্কা মারে গাড়িটি, পরে মটর বাইকে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুনঃ পুর্ত দফতরের জমি দখল! হাইকোর্টের নির্দেশে ভাঙা হল বেআইনি নির্মাণ
যার ফলে একসঙ্গে পিকআপ ভ্যান, মটর বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জেরেই মৃত্যু হয় প্রৌঢ়ার। কান্দি থানার পুলিশ মৃত প্রৌঢ়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটক করা হয়েছে দুর্ঘটনা গ্রস্ত বাইক, টোটো ও পিকাপভ্যান। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Koushik Adhikary