শনিবার রাতে বর্ধমান থেকে তাদের ট্রেন ছিল। আর সেই উদ্দেশ্য হরিহরপাড়া থেকে বর্ধমান ষ্টেশন যাচ্ছিল। কিন্তু রওনা দেওয়ার পরে শনিবার দুপুরে কান্দি থানার দোহালিয়া বাইপাসে মারুতি গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হল এক যুবকের। আহত হল হন মোট সাতজন। ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় সকলকেই উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
আরও পড়ুনঃ বারুদের স্তুপে মুর্শিদাবাদ! ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, ধৃত এক
আহত হন হাবিবুর সেখ, সাহাবুল সেখ, মুখলেসুর রহমান, রাজু সেখ , সফিউল সেখ , রবিউল ইসলাম ও দোলন সেখ । কান্দি মহকুমা হাসপাতালে বর্তমানে সকলের চিকিৎসা চলছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ ফের ভাঙনের চোখ রাঙানি সামশেরগঞ্জে! ঘরছাড়া বহু মানুষ
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় আহত বর্তমানে দোলন সেখের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ডাম্পারের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা। এর আগেও এই এলাকায় দুর্ঘটনা ঘটেছে। তবুও গাড়ির গতি কমেনি। আর যার জেরেই প্রাণ গেল তরতাজা পরিযায়ী শ্রমিক যুবকের।
Koushik Adhikary






