স্থানীয় বাসিন্দাদের অনুমান, সানারুল সেখকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। বোমা হামলায় গুরুতর আহত হন সানারুল। অন্যদিকে বোমার আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আহত সানারুলকে। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঐ এলাকায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ রাণীনগরে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল, গ্রেফতার এক
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ। যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যুবককে বোমা মারার অভিযোগ উঠছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। কি কারণে এই বোমা হামলা ও কিভাবে ঘটল বোমা বিষ্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
Koushik Adhikary