এরপরই পদত্যাগ করেন শঙ্করী মন্ডল নামে ওই আশাকর্মী। শঙ্করী মন্ডল জানান, তিনি এই রাজনৈতিক কাজ করতে পারবেন না। প্রবল রাজনৈতিক চাপের আশঙ্কায় তিনি পদত্যাগ করেছেন। তবে শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলেও জানান। আর এই পদত্যাগের পরেই শোরগোল গোটা জেলা জুড়ে । প্রসঙ্গত উল্লেখ্য, আবাস যোজনার কাজ করতে নারাজ আইসিডিএস কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ আবাস যোজনার ঘর নিয়ে হাতাহাতি! মাথা ফাটল গ্রামবাসীর
এই অভিযোগে এর আগে বড়ঞা ও রঘুনাথগঞ্জ সহ মুর্শিদাবাদ বিভিন্ন ব্লকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এবার বিক্ষোভ দেখানো হয়েছে জিয়াগঞ্জে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ২০১৮ এর তালিকা যাচাইয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। কিন্তু তাদের অভিযোগ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনকি হুমকির মুখেও পড়তে হচ্ছে তাদের। তবে এই আশাকর্মী পদত্যাগের পরেই শোরগোল পড়ে গেছে জেলা জুড়ে ।
Koushik Adhikary