রঘুনাথগঞ্জের জরুর গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে প্রায় ২০০ বছরের পুরনো সিরিষ গাছকে রক্ষার ডাক দিলেন ছাত্র ছাত্রীরা থেকে প্রশাসনিক আধিকারিকরা। রঘুনাথগঞ্জ ও লালগোলা রাজ্য সড়কের পাশেই রয়েছে সুবিশাল এই সিরিষ গাছ। এলাকার স্কুল শিক্ষক নিতাই চন্দ্র দাস জানান, এই গাছকে মুলত হেরিটেজ হিসেবে ঘোষণা করা, পাশাপাশি সরকারি ভাবে এই উদ্যোগ গ্রহণ করাতে খুশি শিক্ষকরা।
advertisement
আরও পড়ুন: অকাল বৃষ্টিতে সর্ষের ধসা রোগ! কীভাবে বাঁচাবেন গাছ, জানুন প্রতিকার
পাশাপাশি এই গাছকে যেন বাঁচিয়ে রাখা যায় তার জন্য সকলের কাছেই আহ্বান জানানো হয়। জেলা DPRDO স্নেহাশিষ ভৌমিক জানান, প্রাচীন গাছ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে আগামী দিনে পঞ্চায়েত এলাকায় সমস্ত প্রাচীন গাছ সংরক্ষণ করা হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৌশিক অধিকারী