Murshidabad News: অকাল বৃষ্টিতে সর্ষের ধসা রোগ! কীভাবে বাঁচাবেন গাছ, জানুন প্রতিকার
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
মাঠে সদ্য ফুটেছে সর্ষের ফুল। অকাল বর্ষণের কারণে সর্ষে নষ্ট হওয়ার সম্ভাবনা। কিভাবে প্রতিকার করবেন জানুন।
মুর্শিদাবাদ: মাঠে সদ্য ফুটেছে সর্ষের ফুল। অকাল বর্ষণের কারণে সর্ষে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে বিঘের পর বিঘা জমি ছেয়ে গিয়েছে হলুদ সর্ষের ফুলে। চারদিকে চলছে সর্ষের চাষ। চলতি বছরে সেই ভাবে দাম পাওয়া যায়নি পাটের। ধানে মিলেছে লোকসান। এই সময়ে সর্ষে চাষ করে আশায় বুক বেঁধেছেন সর্ষে চাষিরা।
অসময়ে বৃষ্টি হলে আরও ক্ষতি হবে সর্ষে চাষে, কারণ পোকা ধরতে পারে। মুলত, লক্ষণ হিসেবে পাতার দুই দিক অংশে সবুজাংশে ছোপ দেখা যায়। এর প্রতিকার হিসেবে কৃষি দফতর জানিয়েছে সঠিক সময়ে দিতে হবে নিরানী। তবে ছোপ দেখা দিলেই তুলে দিতে হবে সেই সমস্ত পাতা। পাতাতে হলদেটে বা বাদামি দাগ দেখতে পাওয়া যায়। এই ছত্রাকের আক্রমণ বেশি হলে ছড়িয়ে পড়তে পারে কান্ডতেও।
advertisement
advertisement
পরবর্তীতে গাছের পাতা, শুটি, কাণ্ড ও ফলে গোলাকার গাঢ় বাদামি বা কালো দাগের সৃষ্টি হয়। রোগের প্রতিকার হিসেবে রোগ সহনশীল জাত ব্যবহার করতে হবে। সর্ষে ইত্যাদি জাতগুলো এ রোগ সহনশীল। সুস্থ সবল জীবাণু মুক্ত এবং প্রত্যয়িত বীজ বপন করতে হবে। পাশাপাশি, সর্ষের মাঠে সময়মতো আগাছা পরিষ্কার করতে হবে বিশেষ করে জমি পরিষ্কার করতে হবে। এছাড়াও স্প্রে করে সতেজ রাখতে হবে সর্ষে গাছকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2023 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: অকাল বৃষ্টিতে সর্ষের ধসা রোগ! কীভাবে বাঁচাবেন গাছ, জানুন প্রতিকার









