Murshidabad News: ৫০জন কৃষক পেলেন কৃষিকাজের যন্ত্রপাতি! কিভাবে আবেদন করলে আপনিও পাবেন, জানুন

Last Updated:

Murshidabad News: এলাকার ৫০ জন কৃষিজীবী মানুষের হাতে তুলে দেওয়া হল পাওয়ার টিলার। কিভাবে আবেদন করতে হয় জানুন।

+
কৃষি

কৃষি যন্ত্রপাতি বিতরণ 

মুর্শিদাবাদ: গ্রামীন এলাকার কৃষিজীবীদের উজ্জীবিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। আর সেই প্রকল্পে পিছিয়ে নেই মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক। ব্লকের কৃষি আধিকারিকের উদ্যোগে এলাকার ৫০ জন কৃষিজীবী মানুষের হাতে তুলে দেওয়া হল পাওয়ার টিলার। পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি পাওয়ার টিলারে ৮৫ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়, প্রায় অর্ধেক মূল্যে এই কৃষি যন্ত্র হাতে পেলেন কৃষিজীবীরা।
কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ৫০% বা সর্বাধিক ১০ হাজার টাকা। শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকিতে ৫০-৬০ % বা সর্বাধিক তিন লক্ষ টাকা ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র ভর্তুকিতে ৪০% বা ন্যুনতম ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। রোটার ৬টি,মিসিটি ১টি,পাওয়ার উইডার ৬টি ও স্পেয়ার ২টি ও চাপ কাটার ১টি ও ৩৪টি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
কৃষি অধিকারিক পরেশ নাথ বল বলেন, এই পাওয়ার টিলার আজকে ৫০জনকে দেওয়া হয়েছে। এই পাওয়ার টিলার পেতে গেলে ‘মাটির কথা’ বলে সরকারি একটি পোর্টাল রয়েছে। অক্টোবর-নভেম্বর মাসে সেখানে অনলাইনে আবেদন করতে হবে। এবং পাওয়ার টিলার পাওয়ার ক্ষেত্রে যেটি বিশেষ উল্লেখ্য, ১ একর জমির মালিকানা তার থাকতে হবে। সেইসব মালিকরা ভোটের কার্ড জমির কাগজ অনলাইনে আবেদন দেওয়ার কাগজ সমস্ত কিছু এই অফিসে তিন কপি জমা করতে হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ৫০জন কৃষক পেলেন কৃষিকাজের যন্ত্রপাতি! কিভাবে আবেদন করলে আপনিও পাবেন, জানুন
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement