মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, ১৩ই ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানা এলাকায় অভিযান চালিয়ে একজন ব্যাক্তিকে আটক করে। এবং তার হেফাজত থেকে ৩৫২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
ধৃত কে মঙ্গলবার দুপুরে আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেন্সিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়ে থাকে।
advertisement
আরও পড়ুন: অনন্য নকশা, খণ্ডঘোষের মহিলাদের হাতে বোনা নমাজি টুপি পাড়ি জমাচ্ছে আরব দুনিয়ায়
আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় নাম নেই একাধিক আদিবাসী পরিবারের, এলাকাজুড়ে পোস্টার
ভারতে এই ফেন্সিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর আগেও একাধিকবার নিষিদ্ধ ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার করা হয়েছে। আবারও মুর্শিদাবাদ জেলাতে উদ্ধার করা হল হেরোইন যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
কৌশিক অধিকারী