বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে পথ দেখাবে এই উদ্যোগ বলে দাবি করলেন জেলা শাসক। রাজ্য সরকারের তৎপরতায় ও মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকুল্যে জেলার শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ইন্সিনেরটর বিতরণ করা হল।
আরও পড়ুনঃ ফের তাজা বোমা উদ্ধার, খড়গ্রাম থেকে মিলল ২০টি বোমা
advertisement
প্রায় পনেরো কোটি টাকার ব্যয়ে এই ভেন্ডিং মেশিন বসানো হবে। আগামী দুই মাসের মধ্যে এই স্যানিটারি ভেন্ডিং মেশিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসানো হবে। পাশাপাশি জেলার গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও উন্নতির লক্ষ্য মাত্রা নিয়ে এই ভেন্ডিং মেশিন বসানো হবে।
আরও পড়ুনঃ কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, ভেঙে পড়ল গাছ
এর ফলে সাধারণ মহিলারা যেমন উপকৃত হবেন তেমনই সুস্থ থাকবেন তাঁরা বলে আশা প্রকাশ করেছেন সকলেই। মুর্শিদাবাদ জেলা পরিষদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন জেলার সাধারণ মানুষজন।
Koushik Adhikary