দশম শ্রেণী পর্যন্ত তার পড়াশোনা ছিল নগর এ এম উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক পাশ করে ভর্তি হয় হাওড়ার আল আমিন মিশনে। এবছর উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৮৩.৪ শতাংশ। ওখান থেকেই কোচিং নিয়ে এবছর NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষায় সফল হয়েছে এই কৃতী।ভবিষ্যতে কার্ডিওলজিষ্ট হতে চায় সে। তার বাড়ি গিয়ে ইতি মধ্যেই সম্বর্ধনা জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিষ মার্জিত।
advertisement
আরও পড়ুনঃ ভয়াবহ পথ দুর্ঘটনা! সিসিটিভি ক্যামেরায় দেখুন সেই ভয়াবহ ছবি
পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তার এই সাফল্যে গর্বিত গোটা গ্রাম সহ মুর্শিদাবাদ জেলার মানুষ।আগামী দিনে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় শরীয়তুল্লা মোমিন। বাবা ও মা এখনও মশারী সেলাই করে গেলেও তাঁরাও স্বপ্ন দেখছেন ছেলে সফল চিকিৎসক হবেন। একদিন খড়গ্রামের নগরের নাম উজ্জ্বল করবেন।
Koushik Adhikary